New Update
/anm-bengali/media/media_files/2025/01/14/Iln623gGI3A0Y6a52jxC.jpeg)
নিজস্ব সংবাদদাতা:হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নতুন বহুতল। বাঘা যতীনে গার্ডেনরিচ কান্ডের পুনরাবৃত্তি। গার্ডেনরিচের ১০ মাসের মধ্যে ফের বিপত্তি যাদবপুরে। যন্ত্র দিয়ে বহুতল সোজা করার সময় বিপত্তি। পাশের বাড়ির উপর হেলে পড়ল গোটা বিল্ডিং। যে বাড়ির উপর বিল্ডিং হেলে পড়েছে সেখানে কেউ বাস করতেন না।
জানা গেছে যে জল জমার কারণে বিল্ডিং উঁচু করার চেষ্টা করা হচ্ছিল। পুরসভার অনুমোদনেই নির্মাণ, দাবি তৃণমূল কাউন্সিলরের। হরিয়ানার এক সংস্থাকে দেওয়া হয়েছিল বরাত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us