Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতাঃ গার্ডেনরিচের ছায়া এবার উত্তর দমদমে। জানা গিয়েছে, শনিবার অর্থাৎ আজ সন্ধ্যায় পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে শরৎ কলোনিতে নির্মীয়মাণ বহুতলের চাঙড় ভেঙে পড়ল। সূত্রে খবর, পাঁচতলা থেকে ভেঙে পড়ে চাঙড়টি। জানা গিয়েছে, সেই সময় নিচে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন এক মহিলা। তাঁর উপর ভেঙে পড়ে চাঙড়টি। কোনওমতে তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, নিহতের নাম কেয়া শর্মা চৌধুরী (৪৮)। এই ঘটনার পরই নির্মীয়মাণ ওই আবাসনের ১৮ জন ঠিকা শ্রমিককে আটক করে নিয়ে যায় এয়ারপোর্ট থানার পুলিশ।
/anm-bengali/media/media_files/XG3ZsvzBsiTQNcxDRKkh.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us