বাংলার বিএসএফ জওয়ান পাকিস্তানের হাত থেকে ছাড়া পেতেই খুশি মুখ্যমন্ত্রী, ‘ভাই’ বলে করলেন সম্বোধন

আমাদের পক্ষ থেকে ধারাবাহিক প্রচেষ্টা করা হয়েছিল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Mamata

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ বা পিকে সাউ আজ ২২ দিন পর পাকিস্তানের হাত থেকে মুক্তি পেয়েছেন। তিনি গত ২৩ এপ্রিল ২০২৫ সাল থেকে পাকিস্তান রেঞ্জার্সের হেফাজতে ছিলেন, আজ ভারতে ফিরে এসেছেন। তাঁর ভারতে পা রাখতেই মুখ্যমন্ত্রীর ফোন গেল পিকে সাউ-এর স্ত্রীয়ের কাছে। জানালেন অভিনন্দন।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা বিএসএফ জওয়ান পিকে সাউ-এর স্ত্রী রজনী সাউ-এর সাথে সারাক্ষণ যোগাযোগ রেখেছিলাম এবং তার সাথে ৪-৫ বার কথা বলেছিলাম। আমাদের পক্ষ থেকে ধারাবাহিক প্রচেষ্টা করা হয়েছিল। আমাদের ডিজিপি তার বিএসএফ প্রতিপক্ষের সাথে ক্রমাগত যোগাযোগ রেখেছিলেন। আমি গতকাল রজনী সাউ-কে বলেছিলাম যে তার স্বামী সুস্থ আছেন এবং ভালো আছেন। তবে, তার মুক্তি অভিযানের পদ্ধতিতে কিছুটা সময় লাগবে। আজ সকালে তাকে মুক্তি দেওয়া হয়েছে। ভাইয়ের মুক্তিতে আমি খুশি। তার পরিবার খুশি। পুরো দেশ খুশি”।

purnam kumar