ব্রেকিংঃ বেলেঘাটায় মিলল সন্দীপ ঘোষের জোড়া ফ্ল্যাটের হদিস, তল্লাশি

উঠে এল নয়া তথ্য।

author-image
Adrita
New Update
breakbreak

নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের একাধিক সম্পত্তির কথা উঠে আসছে। এবার বেলেঘাটায় মিলল সন্দীপ ঘোষের জোড়া ফ্ল্যাটের হদিশ। 

সূত্র মারফত জানা গিয়েছে যে, বেলেঘাটা আইডি হাসপাতালের বিপরীতে এক গলিতে রয়েছে তার একটি ফ্যাট। সেখানেই জোড়া ফ্ল্যাটের খোঁজ মিলেছে। শুধু ফ্ল্যাটই নয়, তার গ্যারাজে রয়েছে সরকারি বোর্ড লাগানো একটি এসউইভি গাড়িও। সিবিআইয়ের আধিকারিকরা তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন বলেও জানা গিয়েছে। 

বাড়ির কেয়ারটেকার সূত্রে জানা গিয়েছে যে, এই বাড়ি দুটি তিনি বহু বছর আগেই কিনেছিলেন তবে তিনি এই ফ্ল্যাটে থাকেন না বলেই দাবী তার।