New Update
/anm-bengali/media/media_files/AdY8c9yF0C2BE7Wd7sGa.jpg)
নিজস্ব সংবাদদাতা: কদিন আগে বেড়ে গেল ডিমের দাম। এবার দাম বাড়ল পাউরুটির। ধীরে ধীরে চাপ বেড়ে যাচ্ছে মধ্যবিত্তের পকেটের উপর। জানা গেল যে আগামী ৫ জানুয়ারি থেকে পাউরুটির দাম বেড়ে যেতে চলেছে। চার টাকা দাম বেড়ে যাবে পাউরুটির।
নতুন বছরে ৪০০ গ্রাম পাউরুটি যা ৩২ টাকায় পাওয়া যাচ্ছিল তা মিলবে ৩৬ টাকায়। ২০০ গ্রাম পাউরুটি পাবেন ১৮ টাকায়। অন্যদিকে, ১০০ গ্রাম পাউরুটির জন্য দিতে হবে ৯ টাকা ৫০ পয়সা। দু বছর আগে শেষবারের মতো দাম বাড়ানো হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us