খাস কলকাতায় যুবকের গলায় কাঁচি ঢুকিয়ে খুন! রণক্ষেত্র শহর

রণক্ষেত্রের চেহারা নিল চিংড়িঘাটা। সাত সকালে শুরু হয়েছে বিক্ষোভ। কেন জানেন?

author-image
SWETA MITRA
New Update
breakinganm

কলকাতাঃফেরখাসকলকাতায় খুন হয়ে গেল একযুবক। ঘটনাটি ঘটেছে চিংড়িঘাটা (Chingrighata) এলাকায়। স্থানীয় সূত্রে খবর, জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে গান চালানো নিয়ে দুই পক্ষের বচসা হয়। এরপরেই এক যুবককে খুনের অভিযোগ উঠেছে। এদিকে যুবক খুনকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে চিংড়িঘাটা এলাকা।  প্রকাশ্যে রাস্তায় খুন করা হয়েছে বলে অভিযোগ। গলায় কাচি ঢুকিয়ে খুনের অভিযোগ। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয়েছে পুলিশ বাহিনী। পুলিশের সামনেই অভিযুক্তকে মারধর উত্তেজিত জনতার। চিংড়িঘাটা মোড় অবরোধ করে রেখেছেন স্থানীয় বাসিন্দারা।