/anm-bengali/media/media_files/offXQ6JfVPsxWe8CkbII.jpg)
নিজস্ব সংবাদদাতা : স্পেশাল ইনটেনসিভ রিভিশনকে কেন্দ্র করে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে পশ্চিমবঙ্গের রাজনীতি। বিহারের পর খুব শীঘ্রই পশ্চিমবঙ্গেও শুরু হবে এই স্পেশাল ইনটেনসিভ রিভিশনের কাজ। আর এই বিষয়কে কেন্দ্র করেই চরম অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। এই স্পেশাল ইনটেনসিভ রিভিশনের কাজে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন এই রাজ্যের বুথ লেভেল অফিসার (BLO)-রা, আর তাই কিছুদিন আগেই এই বুথ লেভেল অফিসারদের কার্যত হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে,''ভোটার তালিকার কাজটা ভালো করে করবেন,মনে রাখবেন আপনাদের এই রাজ্যেই চাকরি করতে হবে।''
আর এবার এই হুঁশিয়ারির বিরুদ্ধেই গর্জে উঠলেন রাজ্যের বুথ লেভেল অফিসাররা (BLO)-রা। মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির বিরুদ্ধে BLO-এর দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা অনিতা সরকার বলেন,''মুখ্যমন্ত্রীর কথা কিছুটা কোল্ড থ্রেটের মতো শুনতে লাগলো। ওনার এইভাবে কথা বলার নৈতিক অধিকার নেই। কেউ অন্য দেশের নাগরিক হলে,ঠিকানায় কাউকে পাওয়া না গেলে আমাদের নাম বাদ দিতে হবেই। আমরা চাই কমিশন আমাদের সুরক্ষা দিক।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us