BREAKING: গণধর্ষণের সময় ভিডিও, মিলল মনোজিতের ফোনে!

চাঞ্চকল্যকর তথ্য এল সামনে।

author-image
Anusmita Bhattacharya
New Update
rape  w

নিজস্ব সংবাদদাতা: কসবা কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিতের ফোনে মিলেছে তরুণীকে ব্ল্যাকমেইল করার ভিডিও। গণধর্ষণের সময় বিবস্ত্র অবস্থায় আইনের ওই ছাত্রীর ভিডিও তোলা হয়েছিল, অভিযোগ তুলেছিলেন খোদ নির্যাতিতা। পুলিশের কাছে জানালে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয় নির্যাতিতাকে। এই ঘটনার পর গ্রেফতার হওয়া ৩ জনের মোবাইল বাজেয়াপ্ত করা হয় যার মধ্যে একমাত্র মূল অভিযুক্ত মনোজিতের মোবাইলে মিলেছে ওই ভিডিও।

pornchild