/anm-bengali/media/media_files/2025/04/07/h3ps8wow0945ZN7ivHpp.jpg)
নিজস্ব সংবাদদাতা : রাজ্যের স্কুলে চাকরি পাওয়া ২৫ হাজারেরও বেশি শিক্ষক ও অশিক্ষক কর্মীর নিয়োগ বাতিল হওয়ার ঘটনায় রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রতিবাদের ঝড়। সুপ্রিম কোর্ট কলকাতা হাই কোর্টের রায় বহাল রাখায় স্কুল সার্ভিস কমিশনের (SSC) মাধ্যমে হওয়া এই নিয়োগ বাতিল হয়েছে।
/anm-bengali/media/media_files/2025/04/07/1000183049-436773.jpg)
এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিরুদ্ধে কলকাতায় বিক্ষোভ দেখায় ভারতীয় জনতা যুব মোর্চা (BJYM)। রাজপথে নেমে তারা সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে স্লোগান দেয় এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে। বিক্ষোভকারীদের বক্তব্য, "ঘুষ নিয়ে চাকরি দেওয়া হয়েছে। আজ হাজার হাজার পরিবারের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। এর দায় রাজ্য সরকারকেই নিতে হবে।"
/anm-bengali/media/media_files/2025/04/07/1000183043-266987.jpg)
বিজেপির যুব সংগঠন আরও জানায়, যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছিলেন, তাদের পাশে তারা রয়েছে এবং ভবিষ্যতে এই নিয়ে আরও বড় আন্দোলনের প্রস্তুতি চলছে। এই ঘটনার জেরে রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। চাকরিহারাদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ ও উদ্বেগ।
#WATCH | West Bengal: BJYM (Bharatiya Janata Yuva Morcha) protest against CM Mamata Banerjee-led State Government in wake of over 25,000 staff in Bengal schools losing their job.
— ANI (@ANI) April 7, 2025
Supreme Court upheld Calcutta HC order to cancel the appointment of over 25,000 staff in Bengal… pic.twitter.com/cZxDNo7cWe
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us