বিনা বাধায় সুবোধ মল্লিক স্কোয়ার পার বিজেপির!

কোথায় পুলিশ? কোথায় ব্যারিকেড? পুলিশি বাধা চোখে পড়ছে না বিজেপির মিছিল শুরুর পর থেকে। অথচ নেই অনুমতি। চিত্রটা উল্টো! কেন? মিছিল গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। দর্মতলায় কী কোনো চমক অপেক্ষা করছে বিজেপির জন্য? পুলিশ কি শেষ বেলায় দেবে চমক?

author-image
Pallabi Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা : সকাল থেকেই বিজেপির মিছিলে অনুমতি নেই পুলিশের দিলীপ ঘোষ সাফ জানিয়ে দিয়েছিলেন, পুলিশ পুলিশের কাজ করবে। বিজেপি নেতারা বিজেপি নেতাদের কাজ করবেন। সেক্ষেত্রে বিনা অনুমতিতে এক প্রকার গায়ের জোরে মিছিল করা নিয়ে পুলিশি বাধার আশঙ্কা থেকেই গিয়েছিল। কলেজ স্কোয়ারের বিজেপির সভার সময় কলেজ স্ট্রিটে পাহাড়ায় ছিল পুলিশ। মনে করা হয়েছিল যে পুলিশ বাধার সৃষ্টি করবে। কিন্তু না। বর্তমানে বিনা বাধায় সুবোধ মল্লিক স্কোয়ার পার করে ফেলেছে বিজেপির মহা মিছিল। বঙ্গ বিজেপির নেতা নেত্রীরা রানী রাসমণি অ্যাভিনিউয়ের দিকে এগিয়ে চলেছেন। পুলিশ কী করছে? ksv বাধা দিল না এখনও পর্যন্ত? কোথায় ব্যারিকেড? কোথায় প্রিজন ভ্যান? বে কি পুলিশ জনজোয়ার দেখে ভয় পেয়েছে? এমনই প্রশ্ন উঠছে। তবে, মিছিলের ফিনিশিং পয়েন্টে পুলিশ কোনো পদক্ষেপ করে কিনীা সেটাও দেখার। এর আগে বিনা অনুমতিতে মিছিল করে পুলিশের বাধার সম্মুখীন হতে হয়েছে রাজনৈতিক দলের নেকা কর্মীদের। এবারে যেন চিত্রটা আলাদা। রাজপথে গেরুয়া ঝড়। নীরব দর্শক পুলিশ! ভোটের সময় যেমনটা অভিযোগ উঠেছিল। একের পর এক ঘটনা ঘটে চললেও পুলিশ নীরব থেকেছে। এবারেও কি তেমনটা হল?