বিজেপির মহা মিছিলে শেষ বেলায় সঙ্গী বৃষ্টি!

ঘূর্ণাবর্তের চোখ রাঙানি! সন্ধে থেকেই দুর্যোগের পুর্বাভাস। তার আগে বিকেলেই নামল কয়েক পশলা। বিজপির মহা মিছিলের শেষ লগ্নে সঙ্গী বৃষ্টি। প্রবল যানজটের আশঙ্কা অফিস ফেরত যাত্রীদের।

author-image
Pallabi Sanyal
New Update
1111111

নিজস্ব সংবাদদাতা : বুধবার সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বিজেপির মহা মিছিলে কোনো বাধা সৃষ্টি করেনি বৃষ্টি। বরং না ছিল কড়া রোদ, না ছিল ভ্যাপসা গরম। মেঘলা আকাশের জেরে তাপমাত্রা অনেকটাই স্বস্তির আজ। তবে মিছিল যখন শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছে তখনই ঝমঝমিয়ে নামলো বৃষ্টি। বিজেপির মহা মিছিলে পা মিলিয়েছেন বঙ্গ বিজেপির শীর্ষস্তরের নেতৃত্বরা। মিছিল রানী রাসমণি অ্যাভিনিউতে ঢুকবে এমন সময়ে বৃষ্টি মাথায়। যাদের কাছে ছাতা রয়েছে তাদের মাথা বেঁচে গেলেও হাঁটতে হাঁটতে বৃষ্টিতে ভিজবেন অনেকেই। দিনভর মিছিল থেকে শাসকের বিরুদ্ধে যেভাবে সুর চড়িয়েছে বিরোধীরা তাতে পরিস্থিতিও ঠান্ডা হল বিকেলের বৃষ্টিতে।