Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/saqqhZkCQVm4EcHmhftf.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: চারিদিকে ব্যালট বক্স লুট হওয়ার খবর। মুড়ি মুড়কির মতো পড়ছে বোমা। ভোটার থেকে ভোট কর্মী সকলেই আজ আতঙ্কিত রাজ্যজুড়ে হওয়া সন্ত্রাসে। তারই প্রতিবাদে রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি রাজ্য যুব মোর্চা। মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলেন নেতারা। এরই মাঝে পুলিশ গ্রেফতার করে যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁকে। অভিযোগ, আচমকাই কমিশনের দফতরের ভেতরে ঢুকে পড়েছিলেন তাঁরা।
চারিদিকে লুট হচ্ছে ব্যালট বক্স,মুড়ি মুড়কির মতো পড়ছে বোমা,ভোটার থেকে ভোট কর্মী সকলেই আজ আতঙ্কিত তৃণমূলের সন্ত্রাস। তারই প্রতিবাদে রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিজেপি রাজ্য যুবমোর্চার দ্বারা বিক্ষোভ কর্মসূচী। মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করায়… pic.twitter.com/Iv0gykV9JO
— BJP Bengal (@BJP4Bengal) July 8, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us