'সুকান্ত মজুমদার গো ব্যাক'! বিক্ষোভে উত্তাল BJP

এবার ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে বঙ্গ বিজেপির বিরুদ্ধে বাংলারই বিজেপি কর্মী-সমর্থকদের ক্ষোভ। কালকের পর আজ আবার বিক্ষোভ তাদের। রইল বিশেষ আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
SUKANTA ASA.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: গতকাল সল্টলেকে বঙ্গ বিজেপির নেতৃত্বের বিরুদ্ধে বিজেপি কর্মীদের বিক্ষোভ দেখা গেছে। এবার সুকান্ত মজুমদার এবং জগন্নাথ সরকারের বিরুদ্ধেও ক্ষোভ কর্মীদের। মুরলীধর সেন রোডে বিক্ষোভে উত্তাল বিজেপির কর্মীরা। কারুর হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা 'সুকান্ত মজুমদার গো ব্যাক', আবার কোথাও লেখা 'অমিতাভ + জগন্নাথ গো ব্যাক'। এবার প্রশ্ন উঠেছে বঙ্গ বিজেপির অন্দরেই বাড়ছে অসন্তোষের আগুন?

hiring.jpg