আহত ৩০! সাদা কাপড়ে মুখ ঢেকে সন্ত্রাসবাদীদের মতো আচরণ করল TMC?

আবার তৃণমূলকে কটাক্ষ বিজেপির।

author-image
Anusmita Bhattacharya
New Update

নিজস্ব সংবাদদাতা: বিজেপি এবার আক্রমণ করল তৃণমূলকে। কাল বাংলায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভায় যোগদান করে ফিরে আসার পথে বেশ কিছু বিজেপি কর্মী আহত হয়েছে। সেই দায় তারা চাপাল তৃণমূলের উপর।

yogi edited.jpg

 X হ্যান্ডেলে বঙ্গ বিজেপি লেখে, 'একটি সাধারণ সন্ত্রাসবাদী-শৈলীর আক্রমণ, মুখ সাদা কাপড়ে ঢাকা। গতকাল দুর্গাপুরের ডিভিসি মোড়ের কাছে যোগী আদিত্যনাথজির সমাবেশ থেকে ফিরে যাওয়ার পথে বিজেপি কর্মীদের বাসের উপর ব্যাপকভাবে আক্রমণ চালায় তৃণমূলের গুন্ডারা। ৩০ জন বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছেন'।

sdfghj

Add 1