'বঙ্গ বিজেপির দুই খলনায়ক'! চিনিয়ে দিল BJP

বঙ্গ বিজেপিতে দুটি ভিলেন আছে। মানুষ নয়, এবার এই আজব দাবি করল খোদ বঙ্গ বিজেপির একাংশ। তাদের ক্ষোভের মুখে বাংলার বিজেপি নেতৃত্ব। কারা কারা রয়েছে তাদের নিশানায়?

author-image
Anusmita Bhattacharya
New Update
bjp chatt.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আজ দুপুরে হঠাৎ হইচই মুরলীধর সেন রোডে। বঙ্গ বিজেপির একদল কর্মী-সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েছে নেতৃত্বের বিরুদ্ধে। স্লোগানের পাশাপাশি নজর কেড়ে নিল একটি বিশেষ কাগজ। সেই কাগজে লেখা 'বঙ্গ বিজেপির দুই খলনায়ক অমিত মালব্য ও অমিতাভ চক্রবর্তী তাড়াও বিজেপি বাঁচাও। পিকে মুকুলের দুই দালাল দুর হটো'। 

hiring.jpg