নিজস্ব সংবাদদাতা: মানিকতলায় বিজেপি কর্মী খুনের ঘটনায় তৎকালীন ওসি সহ চারজনকে জেল হেফাজতে নেওয়ার নির্দেশ দিল সিবিআই-এর বিশেষ আদালত।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/30/5XqSW6bGRoZuzFio0cQE.JPG)
এই রায়ে কিছুটা স্বস্তি পেল মৃতের পরিবার। সিবিআইয়ের তদন্তে ভরসার বার্তাও দেওয়া হয়েছে পরিবারের তরফে। আদালতের রায়ে স্বস্তির বার্তা আইনজীবীরও।