BREAKING: বাংলার মন্ত্রীদের ছবিতে ঝাঁটা মারল মহিলারা!

কোথায় হল এই প্রতিবাদ?

author-image
Anusmita Bhattacharya
New Update
bjp flag

নিজস্ব সংবাদদাতা: কসবা কাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে উত্তাল অবস্থা। প্রতিবাদে নেমেছে বিরোধী দলগুলি। এদিকে রাসবিহারী মোড়ে ঝাঁটা হাতে বিজেপি মহিলা মোর্চা নেমেছে বিক্ষোভ মিছিলে। রাসবিহারী মোড় থেকে কসবা পর্যন্ত চলবে এই মিছিল। দেখা গেল রাজ্যের মন্ত্রীদের ছবি মাটিতে ফেলে তাতে ঝাঁটা দিয়ে আঘাত করছেন মহিলারা। এক বিক্ষোভকারীর দাবি, "ওঁর জন্য ঝাঁটা, জুতো এটাই উপহার"। এখানে তিনি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে এই দাবি করলেন।

Rape