/anm-bengali/media/media_files/Z91wmFbo0K0zj0HRsvon.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: হাতে আর মাত্র ৩ দিন। তারপরেই গ্রাম বাংলা জুড়ে পঞ্চায়েত ভোট। মনোনয়ন পর্ব থেকেই বিভিন্ন প্রান্তে অশান্তির ঘটনা ঘটে চলেছে। রক্তও ঝরেছে। সেই আবহে পঞ্চায়েত নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে হবে না ধরে নিয়েই পথ অবরোধ করবে বঙ্গ বিজেপির নেতারা। কলকাতার বিভিন্ন প্রান্তে অবরোধের পরিকল্পনা নেওয়া হয়েছে।
নির্বাচনের প্রচারে শহরের একাধিক রাস্তায় হোর্ডিং টাঙিয়েছে গেরুয়া শিবির। কিন্তু পঞ্চায়েত ভোটের দিন অর্থাত্ শনিবার সকাল ১১টার পর থেকে মহানগরীর আটটি জায়গায় অবরোধ কর্মসূচি পালন করবে বিজেপি। জানা গিয়েছে যে হাজরা মোড়, শ্যামবাজার, মৌলালি, সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, বড়বাজারসহ আরও ২টি জায়গায় এই কর্মসূচি পালন করবেন বিজেপি নেতারা। ভোটের দিন প্রহসন হবে ধরে নিয়েই কর্মীদের বিক্ষোভ করার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থাকবেন বালুরঘাটে, শুভেন্দু অধিকারী থাকবেন নন্দীগ্রামে। তবে পরিস্থিতি জটিল হলে তিনি কলকাতায় চলে যাবেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us