/anm-bengali/media/media_files/0UsPZAQNxVwJ84efkgat.webp)
নিজস্ব সংবাদদাতা: প্রায় ২৬ হাজার চাকরিরতদের চাকরি চলে গেছে এসএসসি দুর্নীতি নিয়ে। ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে। হাইকোর্টের এই রায়ের পর রাজ্যজুড়ে শাসক-বিরোধী তরজা জারি রয়েছে। বিরোধী দলগুলো এবার ভোটে বাংলায় এটাকেই হাতিয়ার করতে চলেছে সেটা নিঃসন্দেহে বলা যায়।
/anm-bengali/media/media_files/qak7SLBXqP6pQ4HufkYd.jpg)
তবে এবার বঙ্গ বিজেপি একটি বিশেষ উদ্যোগ নিতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় তারা পোস্ট করে, 'আমরা একটি বিশেষ পোর্টাল চালু করতে চলেছি, যাদের চাকরি চলে গেছে তারা নাম নতিভুক্ত করবেন। হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট অবধি সমস্ত রকম আইনি সহযোগিতা এবং তার খরচ আমরা বহন করবো'।
/anm-bengali/media/media_files/sQgZTewoLzwhXJuQMhzN.jpg)
আমরা একটি বিশেষ পোর্টাল চালু করতে চলেছি,যাদের চাকরি চলে গেছে তারা নাম নতিভুক্ত করবেন।
— BJP West Bengal (@BJP4Bengal) May 5, 2024
হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট অবধি সমস্ত রকম আইনি সহযোগিতা এবং তার খরচ আমরা বহন করবো।
- @samikbjppic.twitter.com/MboILdD2Ea
/anm-bengali/media/post_attachments/ded14a50c2936b34fcc1d130f6500d3231df3dc59392bbb73853e6ef182ee879.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us