১১২৭ জনের মধ্যে উপস্থিত ৪৩ জন মৃত ভোটার ! নির্বাচন কমিশনে তালিকা জমা দিল বিজেপি

মৃত ভোটারের ছড়াছড়ি।

author-image
Debjit Biswas
New Update
voter list

নিজস্ব সংবাদদাতা : ফের একবার নির্বাচন কমিশনে ভুতুড়ে ভোটার তালিকা জমা দিল বিজেপি। অভিযোগ কাটোয়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ৭৯ নম্বর বুথের ১১২৭ জন ভোটারের মধ্যে ৪৩ জন মৃত ভোটার উপস্থিত রয়েছেন। এই মৃত ভোটারদের নাম রয়েছে ২০২৫ সালের ভোটার তালিকায়।

fake voter cards

অথচ বিজেপির পিভিযোগ এদের মধ্যে কেউ মারা গেছেন ৫ বছর আগে তো কেউ মারা গেছেন ৭ বছর আগে। বিজেপির অভিযোগ, এই মৃত ভোটারদের ভোট পেয়েই জিতে চলেছে শাসকদল তৃণমূল। যদিও পাল্টা আক্রমণ করে তৃণমূলের দাবি,মৃত ভোটার থাকলে তার দায় সম্পূর্ণ নির্বাচন কমিশনের।