RG Kar Protest: আজ থেকে আরও বড় কর্মসূচি শুরু BJP-র! জানা গেল বড় খবর

তিলোত্তমাকে বিচার দিতে আজ থেকে আরও বড় কর্মসূচি শুরু করছে বিজেপি।

author-image
Aniruddha Chakraborty
New Update
bjp flag

file pic

নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে বিজেপির ধর্না কর্মসূচি। সূত্রে খবর, তিলোত্তমাকে ন্যায় দিতে ধর্মতলার ডরিনা ক্রসিংয়ে শুরু হচ্ছে এই ধর্না কর্মসূচি। এর আগে শ্যামবাজারে পাঁচ দিনের কর্মসূচি ছিল পদ্মশিবিরের। তারপর আজ থেকে শুরু হল আরও বড় কর্মসূচির প্রস্তুতি। জানা গিয়েছে, গতকাল রাত থেকে এই মঞ্চ বাধার কাজ শুরু হয়েছিল। অভিযোগ, সেই সময় বাধা দেয় পুলিশ। তবে আজ সকাল হতেই ফের ডরিনা ক্রসিংয়েই চলছে মঞ্চ বাধার কাজ। বড় করে তৈরি করা হচ্ছে ধর্না মঞ্চ। চারিদিকে লাগানো হচ্ছে একাধিক মাইক। এর পাশাপাশি আজ মহিলা মোর্চার নেতৃত্বে রাজ্য মহিলা কমিশনের দফতরে তালা ঝোলানোর ডাক দেওয়া হয়েছে। সেই কর্মসূচিতে দলের সব মহিলা বিধায়ক এবং প্রাক্তন মহিলা সাংসদদের হাজির থাকতে বলা হয়েছে।