/anm-bengali/media/media_files/2025/03/30/hK002JvlEfs9N2Kqx26D.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার মুর্শিদাবাদ হিংসার ঘটনায় এনআইএ (NIA) তদন্তের দাবিকে কেন্দ্র করে এক বড় মন্তব্য করলেন, কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন,"আমরা হিংসায় ক্ষতিগ্রস্থ মানুষদের সমস্ত দাবিকে সম্পূর্ণভাবে সমর্থন করি। কেউ কেউ আদালতে এনআইএ (NIA) তদন্তের জন্য আবেদন করেছেন। এখন আদালতের দিকেই আমাদের নজর রয়েছে। কলকাতা হাইকোর্ট যদি এনআইএ (NIA) তদন্তের অনুমতি দেয়, তাহলে এনআইএ (NIA) তদন্ত হবেই।''
/anm-bengali/media/media_files/2024/12/22/gDTfaQnLAT5PFiH7ElGB.webp)
এরপর মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে তিনি বলেন,''মমতা ব্যানার্জি তার সমস্ত কর্তৃপক্ষকে হিংসায় আক্রান্তদের বাড়িতে ফিরিয়ে আনার জন্য চাপ দিচ্ছেন। কিন্তু তারা যদি ফিরেও আসেন,তাহলেও বা কোথায় যাবেন ? তাদের বাড়িগুলি তো পুড়ে গেছে এবং কোথাও কোথাও তো তা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।"
#WATCH | Murshidabad, West Bengal: Union Minister & West Bengal BJP President Sukanta Majumdar says, "We stand with the demands of the people. Some people have gone to the court for an NIA inquiry. All our eyes are towards the court now. If the Kolkata High Court permits an NIA… https://t.co/Ye2QaR3kQApic.twitter.com/Jq7rOj9ynV
— ANI (@ANI) April 21, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us