নিজস্ব সংবাদদাতা: হাজি নুরুল ইসলাম আর মালা রায়ের মনোনয়ন বাতিলের দাবি বিজেপির। মালা রায় বর্তমানে কলকাতা পুরসভার চেয়ারম্যান। পুরসভা থেকে বেতন নিয়েছেন, গাড়ি ব্যবহার করছেন। অফিস অফ প্রফিট আইন লঙ্ঘন মালা রায়ের।
/anm-bengali/media/post_attachments/9c5b3c6483a9ccdba4c08af75ca2c208815a0eb72a6e5dd638da65cb15357a86.jpg)
সেই কারণে মালা রায়েরও মনোনয়ন বাতিলের জন্য আবেদন করা হয়েছে। অপরদিকে হাজি নুরুল ইসলামের মনোনয়ন বাতিলের আবেদন জানিয়েছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। হাজি নুরুল ইসলাম নিজের হলফনামায় নো ভিজ সার্টিফিকেট জমা দেননি। নো ভিউ সার্টিফিকেট জমা না দেওয়ায় এর আগে বীরভূমে দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হয়েছিল।
/anm-bengali/media/post_attachments/415f679929cda4074e1b418ab415d0e8a0e8671323ee830112796a6c6254cef3.jpg)
/anm-bengali/media/post_attachments/bc07410298bf16f14a188f432c1cee051985bbae7cfe4c933396e38e6b21d0e8.webp)