মণ্ডপে-মণ্ডপে বড় হোর্ডিংয়ে মোদীর ছবি! দুর্গাপুজোয় বিরাট প্ল্যান BJP-র

এবার দুর্গাপুজোয় ব্যাপক প্ল্যান নিয়ে নামছে বঙ্গ বিজেপি। লোকসভা ভোটকে মাথায় রেখে প্রচার করা হবে সেই ভাবেই যাতে পুজো এবং প্রচার দুটো একসঙ্গে হয়ে যায়।

author-image
Anusmita Bhattacharya
New Update
modi bihar.jpg

নিজস্ব সংবাদদাতা: পুজোর ঢাকে কাঠি পড়ল বলে। বাঙালির শ্রেষ্ঠ উত্‍সব দুর্গাপুজোর আর মাত্র হাতেগোনা দিন বাকি। পুজো কমিটিগুলি জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে। শারদ উত্‍সবকে নিয়েও রাজনৈতিক তরজা অব্যাহত। বছর ঘুরলেই আসন্ন লোকসভা ভোটকে নজরে রেখে এবার দুর্গাপুজোতেও কেন্দ্রীয় সরকারের হয়ে রাজ্যে প্রচার করবে বঙ্গ বিজেপি।

জানা যাচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্বের থেকে এই নির্দেশ এসেছে যে সাম্প্রতিক চন্দ্রযানের সাফল্য থেকে শুরুর করে জি-২০ সম্মেলন এই সবকিছুই হবে প্রচারের মূল বিষয়বস্তু।নরেন্দ্র মোদী সরকারের একাধিক প্রকল্প থেকে নিয়ে সম্প্রতি রান্নার গ্যাসের দাম কমা, এই সমস্ত কিছুই সাধারণ মানুষ, দর্শণার্থীদের জানাতে হবে। এই সমস্ত বিষয়ে হোর্ডিং বানিয়ে রাজ্যজুড়ে বিভিন্ন জনবহুল এলাকা এবং পুজো মণ্ডপের সামনে প্রচার করতে হবে। আর এবার প্রতিটি হোর্ডিংয়ে থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ এমনটাই।