/anm-bengali/media/media_files/2025/03/30/hK002JvlEfs9N2Kqx26D.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার মুর্শিদাবাদ হিংসায় এক বড় পদক্ষেপ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আজ মুর্শিদাবাদ হিংসায় ক্ষতিগ্রস্থদের সাথে নিয়ে ভবানী ভবনে পৌঁছালেন তিনি। ডিজিপির সঙ্গে সাক্ষাৎ করার জন্যই এই অভিযান করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি জানান, “আমরা দাবি করেছি, এই হিংসার ঘটনায় অভিযুক্ত দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। আর এই হিংসায় ক্ষতিগ্রস্তদের সুরক্ষা ও ন্যায়বিচার দ্রুত নিশ্চিত করা হোক।”
/anm-bengali/media/media_files/2024/12/22/gDTfaQnLAT5PFiH7ElGB.webp)
কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের এই পদক্ষেপে রাজনৈতিক মহলে তীব্র আলোড়নের সৃষ্টি হয়েছে।
#WATCH | Kolkata: West Bengal BJP President and Union Minister Sukanta Majumdar arrives at Bhawani Bhawan, West Bengal Police Headquarters, with the victims of Murshidabad violence, to meet the DGP. pic.twitter.com/dafv7ydHaG
— ANI (@ANI) April 16, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us