বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য- এবার মমতা ব্যানার্জি- রাতের বড় খবর

কি বললেন মমতা ব্যানার্জি?

author-image
Aniket
New Update
samik_bhattacharya-17-sixteen_nine-ezgif.com-avif-to-jpg-converter (1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিজেপি সাংসদ শমীক ভট্টচার্য এবার মমতা ব্যানার্জিকে নিশানা করেছেন।

তিনি বলেছেন, "বাঙালিরা এখন নির্যাতিত হচ্ছে। মানুষ তাদের অন্য চোখে দেখছে। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। পশ্চিমবঙ্গের অনেক মানুষ সারা ভারতে কাজ করে। অনেক জাল পরিচয়পত্র পাওয়া গেছে, কিন্তু তারা কোথা থেকে পেল? উত্তর ২৪ পরগনা। এখন, মানুষ তাদের বাংলাদেশী বলা শুরু করেছে এবং যারা বাংলা ভাষাভাষী তাদের নিয়োগ করতে অস্বীকৃতি জানাচ্ছে। এই পরিস্থিতির কারণ মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে নিয়ে এসেছিলেন। বাংলাদেশ থেকে মুসলিম শিশুদের ভারতে কে এনেছিল এবং পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় তাদের নাম ঢুকিয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায়। ওই লোকেরা বাংলা হয়ে ভারতের অনেক রাজ্যে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে এর দায় নিতে হবে। ভারত কোনও ধর্মশালা নয়। যারা একসময় এই দেশ ছেড়েছিল, একে অপবিত্র এবং দুর্যোগ বলে। যারা কোনও সময়ে পাকিস্তানে চলে গিয়েছিল, তারা এখন কেন এসেছে? পশ্চিমবঙ্গ আজ যে অবস্থায় পৌঁছেছে তা ১৯৪৬ সালের মতো।"