New Update
/anm-bengali/media/media_files/C1T1xfWXxNAIPXAQ0np1.jpg)
নিজস্ব সংবাদদাতা : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমন্ত্রণে আজ দিঘার জগন্নাথ মন্দিরে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। আর এই বিষয়কে কেন্দ্র করেই এবার গর্জে উঠলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। নিজের ফেসবুক পেজে আজ এই বিষয়ে তিনি লেখেন,''একজন "ত্যাগী" থেকে কিভাবে "ভোগী" হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি দিলীপ বাবু। বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায়, এদের তাড়িয়ে আজ নিজেই তাদের পথ অনুসরণ করছেন। কতটা নির্লজ্জ হলে এমন "আদর্শবান পুরুষ" হওয়া যায় তা চিন্তার বিষয় ! বাংলার বিজেপি র লজ্জা আপনি।''
/anm-bengali/media/media_files/2025/04/30/G12KGhFfwP0iTRmi8vtJ.jpeg)
সৌমিত্রের এই পোস্টকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us