বাংলায় হত্যালীলা নিয়ে নীরব কেন রাহুল গান্ধী? প্রশ্ন বিজেপির

কলকাতায় বসে বুধবার ভারতীয় জনতা পার্টির সাংসদ রবিশঙ্কর প্রসাদ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে সরব হলেন। পঞ্চায়েত ভোটে হিংসা প্রসঙ্গে কেন রাহুল গান্ধী নীরব?

author-image
SWETA MITRA
New Update
rahul mp.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৩ সালের পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গে বহু মানুষের রক্তক্ষরণ হয়েছে। একাধিক রাজনৈতিক দলের নেতা, কর্মীর মৃত্যু অবধি হয়েছে। মৃত্যু হয়েছে একাধিক কংগ্রেস কর্মী, সমর্থকেরও। আর এতসব কিছু দেখেও কেন চুপ কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)? আজ বুধবার প্রশ্ন তুলল বিজেপি (BJP)। এদিন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রধান রবিশঙ্কর প্রসাদ (Ravi Shankar Prasad) বলেন, 'আমি রাহুল গান্ধীকে জিজ্ঞেস করতে চাই, বাংলায় যখন তাঁর দলের কর্মীদের মারধর করা হচ্ছে, তখন তিনি নীরব কেন? পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের সময় ৪৮ জনকে হত্যার ঘটনা লজ্জাজনক গণতন্ত্রের লক্ষণ।‘