‘রাবড়ি দেবীর দাম কত’? প্রশ্ন মমতার, সরব হলেন শুভেন্দু অধিকারী

২৩ জুন অর্থাৎ আজ শুক্রবার পাটনায় বিজেপির বিরুদ্ধে বিরোধীদের একটি বড় বৈঠক হওয়ার কথা রয়েছে। এ জন্য পাটনায় পুরোদমে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

author-image
SWETA MITRA
New Update
mamata rabri.jpg


নিজস্ব সংবাদদাতাঃ আবারও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিশানায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বর্তমানে মুখ্যমন্ত্রী বিরোধীদের বৈঠকে যোগ দেওয়ার জন্য বিহারের পাটনায় রয়েছেন। এদিকে গতকাল বৃহস্পতিবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী ও বিহারের বর্তমান উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা।

rabri.jpg

এরপরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান যে রাবড়ি দেবীর দাম কত? আর এই নিয়েই এবার সরব হলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। 

suvendu.jpg

তিনি আজ শুক্রবার এক টুইট বার্তায় লেখেন, ‘ একজন নারী হিসেবে তিনি কিভাবে অন্য নারীর সম্পর্কে এই কথাগুলো উচ্চারণ করতে পারেন? এখানে অবশ্য আশ্চর্যের কিছু নেই। ধর্ষণের শিকার মহিলাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার মতো অসংবেদনশীল সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল মুখ্যমন্ত্রীর তরফে, যা নারী অধিকার কর্মীদের কাছ থেকে তীব্র সমোলচিত হয়েছি।‘