/anm-bengali/media/media_files/6bE3iLTDZcQuTXEW7iiv.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আবারও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিশানায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বর্তমানে মুখ্যমন্ত্রী বিরোধীদের বৈঠকে যোগ দেওয়ার জন্য বিহারের পাটনায় রয়েছেন। এদিকে গতকাল বৃহস্পতিবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী ও বিহারের বর্তমান উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা।
/anm-bengali/media/media_files/ePVrvro8LWuksVcxSYBK.jpg)
এরপরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান যে রাবড়ি দেবীর দাম কত? আর এই নিয়েই এবার সরব হলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা।
/anm-bengali/media/media_files/djiiKG4XlBFmVcKUkHaq.jpg)
তিনি আজ শুক্রবার এক টুইট বার্তায় লেখেন, ‘ একজন নারী হিসেবে তিনি কিভাবে অন্য নারীর সম্পর্কে এই কথাগুলো উচ্চারণ করতে পারেন? এখানে অবশ্য আশ্চর্যের কিছু নেই। ধর্ষণের শিকার মহিলাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার মতো অসংবেদনশীল সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল মুখ্যমন্ত্রীর তরফে, যা নারী অধিকার কর্মীদের কাছ থেকে তীব্র সমোলচিত হয়েছি।‘
WB Bengal CM Mamata Banerjee asked this to Shri Lalu Prasad Yadav; her former colleague in the Parliament, regarding his wife & former Chief Minister of Bihar; Smt. Rabri Devi Ji:-
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 23, 2023
"राबड़ी जी का भाव क्या है?"
"What is the price of Rabri Devi?"
Being a woman, how could she utter… pic.twitter.com/r4XUmaRmsn
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us