New Update
/anm-bengali/media/media_files/JOo36LdwiQpaPkQxZOTx.jpeg)
নিজস্ব সংবাদদাতা: এবার বিজেপির ঘর ভাঙল তৃণমূল। তৃণমূলে যোগ দিলেন আরও এক বিজেপি বিধায়ক। বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন কোতলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার। অভিষেক তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন জোড়াফুলে।
লোকসভা ভোটের আগে এই রাজ্যে তৃণমূলের শক্তি আরও বৃদ্ধি পেল বলেই দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। অন্যদিকে রাজনৈতিকভাবে এই রাজ্যে বিজেপির শক্তি আরও কমল বলেই মনে করা হচ্ছে।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us