গ্রেফতার হতে পারেন বিজেপি বিধায়ক! রক্ষা পেতে নিজেই ছুটলেন আদালতে!
ঘটনার সূত্রপাত ৭ এপ্রিল। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় ডেপুটেশন দিতে যাওয়ার সময় পুলিশকে হুমকি দেওয়া সহ ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে অগ্নিমিত্রার বিরুদ্ধে।
নিজস্ব সংবাদদাতা : গ্রেফতার হতে পারেন, এই আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। বিধায়কের ঘনিষ্ঠ মহলে কান পাতলে তেমনটাই শোনা যাচ্ছে। ঘটনার সূত্রপাত ৭ এপ্রিল। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় ডেপুটেশন দিতে যাওয়ার সময় পুলিশকে হুমকি দেওয়া সহ ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে অগ্নিমিত্রার বিরুদ্ধে। তারই প্রেক্ষিতে দায়ের করা মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। শুনানির পর অগ্নিমিত্রার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার কেস ডায়েরি তলব করল আদালত। ২৪ এপ্রিল আদালতে কেস ডায়েরি জমা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে বিচারপিত রাজাশেখর মান্থার বেঞ্চ। সেই সঙ্গে পুলিশকে তদন্তের বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।