নিজস্ব সংবাদদাতা: দার্জিলিং থেকে বিজেপির লোকসভা প্রার্থী রাজু বিস্তা আক্রমণ করলেন কংগ্রেসকে।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2022/01/Bista-1-1-1024x683.jpg)
তিনি বলেন, 'পশ্চিমবঙ্গে কংগ্রেসের অবস্থা বেশ স্পষ্ট, তারা রাজ্যে তাদের খাতা খুলতে পারবে না। এটা তাদের জন্য লজ্জার বিষয় যে তাদের রাজ্য সাধারণ সম্পাদক বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদিকে সমর্থন করছেন...দল (বিজেপি) রাজ্যে ৩০টিরও বেশি আসন পেতে চলেছে'।
/anm-bengali/media/media_files/cV3odmwa1Un5qKkK0RWx.webp)
/anm-bengali/media/post_attachments/987ec6c712be65c156293f46a3b03a501cd768c6fdc849d036d9a6ed1b518ed0.webp)