/anm-bengali/media/media_files/bw3OvKVWSjOxcyrq2on1.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেত্রী অগ্নিমিত্র পল মুখ্যমন্ত্রীর গতকালের সাংবাদিক বৈঠক নিয়ে এবার তীর্যক ভাষায় আক্রমণ শানলেন। গতকাল মুখ্যমন্ত্রী এক শ্রেণীর পুলিশ আধিকারিকদের কার্যত ধমক দেন। এমনকি তারা যে ঠিক করে কাজ করছে না, তার প্রমাণ যে তাঁর কাছে রয়েছে তাও জানান তিনি। এমনকি সেই সকল অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
/anm-bengali/media/media_files/jtKBllMm9pWuHOmqoQKU.jpg)
আর এদিন সেই প্রসঙ্গেই অগ্নিমিত্রা পল বলেন, “তুমি নাটকটা ভালো করেছ, সব দোষ পুলিশের ওপর চাপিয়ে দিয়েছ’। আপনি কতটা দক্ষতার সঙ্গে দোষ চাপিয়েছেন তা দেখলেই বোঝা যায়। কখনও কখনও আপনার বিধায়ক, সাংসদ, মন্ত্রীদের ওপর আবার কখনও পুলিশের ওপর। এখন আমরা দেখেছি যে আপনি কীভাবে প্রয়োজনে বিনীত গোয়ালের মতো কর্মকর্তাদের রক্ষা করেন। আমাদের আপনার কাছ থেকে শেখা উচিত কিভাবে এই ধরনের পরিস্থিতিতে নিজেকে বাঁচাতে হয়। গতকাল আপনি দাবি করেছেন, কিছু পুলিশ কর্মকর্তা চুরি, বালি-কয়লা চোরাচালানের সঙ্গে জড়িত। আপনি ১৪ বছর ধরে মুখ্যমন্ত্রী ছিলেন - আপনি ভালো জানেন কোথায় বাড়ি তৈরি হচ্ছে, কোথায় চুরি হচ্ছে। দামোদর ও অজয়ের মতো নদীতে সরাসরি মেশিন বসানো হয়েছে এবং প্রকাশ্যেই টন টন বালি চুরি হচ্ছে। প্রতিটি ট্রাকের একটি নির্দিষ্ট রেট রয়েছে, যা এমনকি থানা মাসিক আদায় করে। কিন্তু আপনি কি তার কিছুই জানেন না?”
So, Chief Minister @MamataOfficial, you played the drama well, putting all the blame on the police. How skillfully you shift the blame—sometimes on your MLAs, MPs, and ministers, and at other times on the police. And yet, we’ve seen how you protect officials like Vineet Goyal… pic.twitter.com/dsjLMZHHrJ
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) November 22, 2024
/anm-bengali/media/media_files/vGnTdbwTzP1TrZVQfqq9.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us