/anm-bengali/media/media_files/IHK6WDidJfoaIowZ3aD1.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ফের একবার রাজ্য সরকারকে তুলোধনা করলেন বিজেপির বরিষ্ঠ নেতা তথাগত রায়। গতকাল ধর্ষণের মামলায় দোষীদের কঠোরতম শাস্তির আইনে বদল করা হোক, এরকমই দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি পাঠান। আর সেখানেই ভুল ধরেছেন তথাগত রায়।
এদিন তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, "একটি রাজ্যে আবদ্ধ দল, কিন্তু আহ্লাদ করে নাম রেখেছে ‘সর্বভারতীয়’। রাজ্যের বাইরে যেখানেই যায় সেখানেই জামানত জব্দ। হাসপাতালে মহিলা ডাক্তার খুন-ধর্ষণ, তারপর গোটা সরকার কোমর বেঁধে লেগে গেছে ধামাচাপা দেবার জন্য! সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীকে জ্ঞান দিচ্ছে!” এদিন কার্যত এই ভাষাতেই কটাক্ষ করেন বিজেপি নেতা।
একটি রাজ্যে আবদ্ধ দল, কিন্তু আহ্লাদ করে নাম রেখেছে ‘সর্বভারতীয়’। রাজ্যের বাইরে যেখানেই যায় সেখানেই জামানত জব্দ। হাসপাতালে মহিলা ডাক্তার খুন-ধর্ষণ, তারপর গোটা সরকার কোমর বেঁধে লেগে গেছে ধামাচাপা দেবার জন্য ! সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীকে জ্ঞান দিচ্ছে ! pic.twitter.com/dBYYNINmBJ
— Tathagata Roy (@tathagata2) August 23, 2024
/anm-bengali/media/media_files/lWTmvUkcKEoopwDwA7LR.jpg)
/anm-bengali/media/media_files/CZvNBUolGPwZPgrSwRAT.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us