/anm-bengali/media/media_files/Ig4DF8B97S9BtR2E4elt.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, "ওই স্লোগান প্রধানমন্ত্রী দিয়েছিলেন, এখনও তাই আছে। বিজেপির একজন কর্মী হিসেবে প্রচণ্ড কষ্টের সঙ্গে আমি আমার বক্তব্য রেখেছি যে বিজেপির রাজ্য ইউনিটের উচিত দলীয় কর্মীদের পাশে দাঁড়ানো, যাঁরা বিজেপির সঙ্গে দাঁড়াবেন না, তাঁদের পাশে নয়। এটি একটি রাজনৈতিক বিবৃতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'সবকা সাথ সবকা বিকাশ' স্লোগানের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। আমি যখন আমার নির্বাচনী এলাকা পরিদর্শন করি, তখন হিন্দু ও মুসলমান উভয়েই সমস্ত উন্নয়নমূলক কাজ থেকে উপকৃত হয়। তারপরেও আমরা শুনতে পাই যে বিজেপি একটি হিন্দু দল। আমাদের কালো পতাকা দেখানো হয় এবং আমাদের গাড়িতে পাথর ছোঁড়া হয়। আমরা এতদিন যা কিছু করেছি তা ধর্ম নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের জন্য। আমার বক্তব্য ব্যক্তিগত এবং দলের চিন্তাভাবনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমার বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘু মোর্চা ছিল। মিলন উৎসবে ৭০০ মানুষকে নিয়ে ঈদ করেছি। আর বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি ভোটও পাননি। সাম্প্রদায়িক ভোট বিজেপিকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে।"
#WATCH | Kolkata: West Bengal LoP and BJP leader Suvendu Adhikari says, "That slogan was given by the PM and it remains. As a BJP functionary, with heavy pain, I kept my point forward that the BJP's state unit should stand with the party workers, and not with those who do not… pic.twitter.com/mdyFwp980D
— ANI (@ANI) July 17, 2024
/anm-bengali/media/media_files/61dhkE7ZpFbCvEcy2kRV.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us