/anm-bengali/media/media_files/Lz6qMAc9RlwcuKM1seua.jpg)
নিজস্ব সংবাদদাতা: সিপিএম নেতা সেলিম এবং তৃণমূল নেতা ফিরহাদ হাকিমকে কটাক্ষ করলেন বিজেপি নেতা তথাগত রায়।
তিনি লেখেন, মোহাম্মদ সেলিম বা ফিরাদ হাকিমের সাম্প্রতিক কিছু উক্তি নিয়ে যখন আমরা ব্যথিত হই, তখন ভুলে যাই যে এরা দুজনই বিহারী মুসলমান । যতই মার্কসবাদের বা ধর্মনিরপেক্ষতার মুখোশ চড়ান না কেন, ওই পরিচয়টা ফুটে বেরিয়ে আসবেই। প্রাক্তন পূর্ব পাকিস্তানে সবচেয়ে বীভৎস হিন্দুহত্যার ঘটনায় এই সম্প্রদায় জড়িত। ১৩ ই জুন ১৯৭১ সালের কুখ্যাত গোলাহাট গণহত্যায় এরা একটা গোটা ট্রেনের ৪৩৭ জন হিন্দুকে হিন্দুকে হত্যা করেছিল, কিন্তু তার আগে ঘোষণা করেছিল যে কাফেরদের পিছনে এত বুলেট খরচ করা যাবে না । তাই বেশিরভাগকে মাথায় মেরে মাথা ফাটিয়ে হত্যা করা হয়েছিল, শুধু শিশুদেরকে রেল লাইনের উপর আছড়ে মারা হয়েছিল ।
মোহাম্মদ সেলিম বা ফিরাদ হাকিমের সাম্প্রতিক কিছু উক্তি নিয়ে যখন আমরা ব্যথিত হই, তখন ভুলে যাই যে এরা দুজনই বিহারী মুসলমান । যতই মার্কসবাদের বা ধর্মনিরপেক্ষতার মুখোশ চড়ান না কেন, ওই পরিচয়টা ফুটে বেরিয়ে আসবেই। প্রাক্তন পূর্ব পাকিস্তানে সবচেয়ে বীভৎস হিন্দুহত্যার ঘটনায় এই…
— Tathagata Roy (@tathagata2) January 11, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us