BREAKING: জেল থেকে কলকাঠি নাড়ছেন পার্থ চট্টোপাধ্যায়- ছবি দেখিয়ে বিশেষ বোমা ফাটালেন এই বিজেপি নেতা!

কি অভিযোগ তার?

author-image
Anusmita Bhattacharya
New Update
6795a3d265159-partha-chatterjee-265404542-16x9

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের নাম নিয়ে বিশেষ অভিযোগ বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে বিস্ফোরক অভিযোগ। "২৮ আগস্টে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে বিশ্ববিদ্যালয়ে ছুটি দিতে, আগেভাগেই উপাচার্য নিয়োগের পরিকল্পনা। যিনি উপাচার্য নিয়োগের কমিটি তৈরি করেছেন তাকেই একমাত্র ডাকা হয়েছে মনোনয়নের জন্য। পছন্দের লোককে উপাচার্য পদে বসাতে জেল থেকে কলকাঠি নাড়ছেন পার্থ চট্টোপাধ্যায়। নিজের আমলের দুর্নীতি ঢাকতে সক্রিয় প্রাক্তন শিক্ষামন্ত্রী", সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আশুতোষ ঘোষের ছবি দেখিয়ে এমন দাবি করলেন এই বিজেপি নেতা। শঙ্কুদেবের দাবি খারিজ করলেন রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য আশুতোষ ঘোষ।

Bharatiya Janata Party | Shankudeb Panda in BJP - Telegraph India