/anm-bengali/media/media_files/fUxaLU9rclQkdFo6ZsJX.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার মুর্শিদাবাদ হিংসার ঘটনা প্রসঙ্গে ফের একবার মুখ খুললেন বিজেপি সাংসদ রাজু বিস্ত। এই ঘটনার জন্য সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করলেন তিনি। তিনি বলেন,"মুর্শিদাবাদ হিংসার ঘটনায় শুরু থেকেই আমাদের অবস্থান একেবারেই স্পষ্ট।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস এর ঘটনার জন্য সম্পূর্ণভাবে দায়ী।''
/anm-bengali/media/media_files/J9ndT7QdQb8nguMcez2d.jpg)
এরপর তিনি বলেন,''ওয়াকফ সংশোধনী আইন সংসদে পাস হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, তিনি এই রাজ্যে এই আইন কার্যকর করবেন না। এই বক্তব্যের মাধ্যমেই তিনি দেশবিরোধী শক্তিকে উস্কানি দিয়েছেন।"
#WATCH | Siliguri | On Murshidabad violence, BJP MP Raju Bista says, "...I have been saying from the very beginning and our stand is very clear and the public also knows that TMC and West Bengal CM Mamata Banerjee are responsible for what is happening in Murshidabad. When the… pic.twitter.com/PjcSbo1JUC
— ANI (@ANI) April 22, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us