"পশ্চিমবঙ্গের অস্তিত্বকে বিপন্ন করবে"- মুখ্যমন্ত্রী সম্পর্কে বড় দাবি!

কে করলেন এই কটাক্ষ?

author-image
Anusmita Bhattacharya
New Update
mamata

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে পুরুলিয়া থেকে বিজেপি নেতা রঘুবর দাস করলেন বিশেষ মন্তব্য। তিনি বলেছেন, "সরকারে আসার আগে তাদের একটি স্লোগান ছিল মা, মানুষ আর মাটি। তাহলে, আজ বাংলায় মায়ের অবস্থান কী? মানুষের অবস্থা কী? আমাদের বোনেরা, আমাদের কন্যারা প্রকাশ্য দিবালোকে ধর্ষণের শিকার হচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ দেখছে। পশ্চিমবঙ্গ ডঃ মুখার্জির দেশ, রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ। এটি বুদ্ধিজীবী সমাজ এবং বিপ্লবের দেশ। তাই আজ পশ্চিমবঙ্গে, শুধুমাত্র ভোটব্যাঙ্ক এবং তুষ্টির জন্য সরকার যেভাবে অবৈধ অনুপ্রবেশকারীদের অনুমতি দিচ্ছে - এইভাবে, আগামী সময়ে এটি পশ্চিমবঙ্গের অস্তিত্বকে বিপন্ন করবে"।

As ex-CM Raghubar Das eyes return to Jharkhand politics, old rival stands  in way. Why it's made BJP jittery