New Update
/anm-bengali/media/media_files/Lz6qMAc9RlwcuKM1seua.jpg)
নিজস্ব সংবাদদাতা: বাজি ফাটানো নিয়ে রাজ্যের নির্দেশকে অমান্য করায় ক্ষুব্ধ বিজেপি নেতা তথাগত রায়।
এই বিজেপি নেতা লেখেন, বারান্দায় বসে দেখছি আর শুনছি, চারিদিকে প্রবল আওয়াজে শব্দবাজি ফাটছে, যা আইনবিরুদ্ধ । শব্দবাজিতে আমার তত এলার্জি নেই, কিন্তু আইন অবমাননায় প্রবল আপত্তি আছে। এইরকম করে মানুষকে শেখানো হয়, আইনকে সীরিয়াসলি নেবার কোনো দরকার নেই। এরই নাম বিশৃঙ্খলা ও নৈরাজ্য। এই বাবদেই পশ্চিমবঙ্গ আজ সারা ভারতে প্রসিদ্ধ।
বারান্দায় বসে দেখছি আর শুনছি, চারিদিকে প্রবল আওয়াজে শব্দবাজি ফাটছে, যা আইনবিরুদ্ধ । শব্দবাজিতে আমার তত এলার্জি নেই, কিন্তু আইন অবমাননায় প্রবল আপত্তি আছে। এইরকম করে মানুষকে শেখানো হয়, আইনকে সীরিয়াসলি নেবার কোনো দরকার নেই। এরই নাম বিশৃঙ্খলা ও নৈরাজ্য। এই বাবদেই পশ্চিমবঙ্গ আজ…
— Tathagata Roy (@tathagata2) October 31, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us