New Update
/anm-bengali/media/media_files/PZ5qcVHvuhlUGBjRqi3U.jpg)
নিজস্ব সংবাদদাতা: আবার বিতর্কিত পোস্ট করলেন বিজেপি নেতা তথাগত রায়।
/anm-bengali/media/media_files/xTZdoWzjsnfgamzBDvw4.jpg)
তিনি লেখেন, তা বটে, তবে শুধু ভাগ্য দুষিয়ে লাভ নেই। অনেককেই বলতে শুনি, ইনি তো চাল, ডাল, টাকা সব দিচ্ছেন, অন্য কেউ এলে যদি না দেয়!!
/anm-bengali/media/media_files/05EBYLsg0czghjCsAqY2.jpg)
এরপর লেখেন, যে জাত এত সহজে বিকোয়, তার ভবিষ্যৎ যে খুব করুন, সেটা হলপকিরে বলা যায়। যে ছাত্ররা আজ পথে, কাল তারা বিদেশ পথে, পড়ে থাকবে দালাল, ভিখিরি, চিটিংবাজ, ধর্ষক আর খুনি।
/anm-bengali/media/media_files/3rQ9vxwWO4f8CUAyWIOl.png)
তা বটে, তবে শুধু ভাগ্য দুষিয়ে লাভ নেই। অনেককেই বলতে শুনি, ইনি তো চাল, ডাল, টাকা সব দিচ্ছেন, অন্য কেউ এলে যদি না দেয়!! যে জাত এত সহজে বিকোয়, তার ভবিষ্যৎ যে খুব করুন, সেটা হলপকিরে বলা যায়। যে ছাত্ররা আজ পথে, কাল তারা বিদেশ পথে, পড়ে থাকবে দালাল, ভিখিরি, চিটিংবাজ, ধর্ষক আর খুনি।
— Doesn't Matter ☣ (@KafarkPadtaHai) August 29, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us