'ইনি তো চাল, ডাল, টাকা সব দিচ্ছেন, অন্য কেউ এলে যদি না দেয়!!'- বললেন BJP নেতা

মমতাকে খোঁচা দিলেন নাকি?

author-image
Anusmita Bhattacharya
New Update
mamatacmfk1.jpg

নিজস্ব সংবাদদাতা: আবার বিতর্কিত পোস্ট করলেন বিজেপি নেতা তথাগত রায়।

tathagata roy

তিনি লেখেন, তা বটে, তবে শুধু ভাগ্য দুষিয়ে লাভ নেই। অনেককেই বলতে শুনি, ইনি তো চাল, ডাল, টাকা সব দিচ্ছেন, অন্য কেউ এলে যদি না দেয়!!

mamata arrest

এরপর লেখেন, যে জাত এত সহজে বিকোয়, তার ভবিষ্যৎ যে খুব করুন, সেটা হলপকিরে বলা যায়। যে ছাত্ররা আজ পথে, কাল তারা বিদেশ পথে, পড়ে থাকবে দালাল, ভিখিরি, চিটিংবাজ, ধর্ষক আর খুনি।

mamata34