/anm-bengali/media/media_files/Lz6qMAc9RlwcuKM1seua.jpg)
নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়ন নিয়ে ফের সরব বিজেপি নেতা তথাগত রায়।
এই নেতা লেখেন, আনসারুল্লা বাংলা টিম, হিজবুত তাহরীর, হেফাজতে ইসলাম ইত্যাদি হিংস্র ইসলামবাদীরা, সেই সঙ্গে বিএনপি, অরাজক বাংলাদেশ চালাচ্ছে।এদের হাতের ক্রীড়নক ‘মুখ্য উপদেষ্টা’ ইউনুস মিয়া।যে কোনো পরিস্থিতিতেই এদের দাবাই হচ্ছে হিন্দু খুন করা। ভারতের বগলের নীচে একটি দেশে এরকম নৈরাজ্য হলে ভারত কি চুপ করে বসে থাকবে ?
এর আগে তিনি এই বিষয় নিয়েই লেখেন, বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়নের বিরুদ্ধে ভারতের প্রতিবাদ হল গ্রস হিউম্যান রাইটস লঙ্ঘনের প্রতিবাদ। আমরা বর্ণবাদ যুগের দক্ষিণ আফ্রিকায় এই ধরনের লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। এবং আমরা 1964 সালে গোয়া আক্রমণ করে দখল করি।
আনসারুল্লা বাংলা টিম, হিজবুত তাহরীর, হেফাজতে ইসলাম ইত্যাদি হিংস্র ইসলামবাদীরা, সেই সঙ্গে বিএনপি, অরাজক বাংলাদেশ চালাচ্ছে।এদের হাতের ক্রীড়নক ‘মুখ্য উপদেষ্টা’ ইউনুস মিয়া।যে কোনো পরিস্থিতিতেই এদের দাবাই হচ্ছে হিন্দু খুন করা। ভারতের বগলের নীচে একটি দেশে এরকম নৈরাজ্য হলে ভারত কি…
— Tathagata Roy (@tathagata2) November 27, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us