New Update
/anm-bengali/media/media_files/WDQDO8uinjRGBicbGT8q.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ বুধবার অর্থাৎ আজ কলকাতার বাটা চকে বিজেপির ১২ ঘণ্টার বাংলা বনধের প্রতিবাদে সামিল বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারের পর বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেছেন, "কিচ্ছু হবে না, ওরা যত আটক করবে, তত বেশি মানুষ প্রতিবাদে সামিল হবে। এটা মানুষের ক্ষোভ এবং তারা রাস্তায় নেমেছে। পুলিশ মানুষকে আটক করতে পারে, কিন্তু এই ধারণায় নয়।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us