New Update
/anm-bengali/media/media_files/2024/11/21/ZLWSjtTX7VCX7xWbH14m.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমন্ত্রণে দিঘার জগন্নাথ মন্দিরে সস্ত্রীক উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যারফলে তুমুল আলোড়নের সৃষ্টি হয় রাজ্য রাজনীতিতে। আর এইবার এই বিষয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন,''কে কোথায় যাবে সেটা তার নিজস্ব ব্যাপার। এটা কখনোই পার্টি এনডোর্স করে না।''
/anm-bengali/media/media_files/XlYDQDYW421orKTT2TMc.jpg)
এরপর এই বিষয়ে মুখ খোলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি বলেন,''আজ বিরোধী দলনেতা যে অনুষ্ঠানটি করেছিলেন, সেই অনুষ্ঠানকেই পার্টি এনডোর্স করে। কে কোথায় যাবেন তা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us