বাঁশপেটার নিদান! সরব BJP

সম্প্রতি নিজের সংসদীয় কেন্দ্র বসিরহাট থেকে বিজেপিকে বাঁশপেটা করার নিদান দিয়েছিলেন তৃণমূল সাংসদ নুসরাত জাহান(Nusrat Jahan)। এবার তাঁর এহেন মন্তব্যকে হাতিয়ার করে ময়দানে নামল বিজেপি (BJP)।

author-image
SWETA MITRA
23 May 2023
বাঁশপেটার নিদান! সরব BJP

নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি নিজের সংসদীয় কেন্দ্র বসিরহাট থেকে বিজেপিকে বাঁশপেটা করার নিদান দিয়েছিলেন তৃণমূল সাংসদ নুসরাত জাহান(Nusrat Jahan)। এবার তাঁর এহেন মন্তব্যকে হাতিয়ার করে ময়দানে নামল বিজেপি (BJP)। আজ মঙ্গলবার এক টুইট বার্তায় বিজেপি নেতা অমিত মালব্য লেখেন, ‘বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহান তাঁর নির্বাচনী এলাকার মানুষকে পঞ্চায়েত নির্বাচনে ভোট চাইতে এলে বিজেপি ও কংগ্রেস কর্মীদের বাঁশপেটা করার কথা বলেছেন। পশ্চিমবঙ্গে হিংসা ও ভীতি প্রদর্শনের এই রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের চিরস্থায়ী উত্তরাধিকার। বাংলার নির্বাচন, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন একটি ছলনা।‘