দাঙ্গা...দেশে ৭৫০ জনের মৃত্যু! ভয়ঙ্কর কাণ্ড

আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। এবার ইস্যু সেই মণিপুর হিংসা। কী বললেন তিনি?

author-image
Anusmita Bhattacharya
New Update
অগ্নিমিত্রা পল - মমতা বন্দ্যোপাধ্যায়

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: মণিপুর হিংসা নিয়ে সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার উপর সম্প্রতি মহিলাদের উপর হওয়া নির্মম নির্যাতন নিয়ে সরব হয়েছে নানা বিরোধী দল। এবার এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। টুইট করে স্মরণ করিয়ে দিলেন ১৯৯৩ সালের জাতি দাঙ্গায় ৭৫০ জনের মৃত্যুর কথা। 

বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল টুইট করে লেখেন, 'মণিপুর নিয়ে ১৯৯৩ সালে আপনার মন কাঁদেনি মমতা। সেই সময় নরসিমা রাও সরকারের আপনি মানবসম্পদ উন্নয়ন ও ক্রীড়া দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ছিলেন। সেই বছর জাতি দাঙ্গায় ৭৫০ জন মারা যায়'।