মমতা ৭০ হাজার, পাল্টা BJP দিচ্ছে ১ লক্ষ!

শুধু রাজ্য সরকার নয়, পুজোয় নামছে এবার বিজেপি। ১ লক্ষ টাকা দেবে তারা পুজো কমিটিগুলিকে। তবে রয়েছে শর্ত। পুজো কমিটি পিছু ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া শুরু হয়েছিল। ক্লিক করে পড়ে নিন সেই আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamatatmcbjp

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজোয় রাজনীতিকরণে কয়েক বছরে আরো বেশি করে মাথাচাড়া দিয়েছে। প্রতি বছর বাড়ছে রাজ্য সরকারের অনুদানের পরিমাণ। সঙ্গে পাল্লা দিয়ে পুজো মণ্ডপের চারিদিকে বাড়ছে মুখ্যমন্ত্রীর ছবির সংখ্যাও। রাজ্যের শাসকদলের সঙ্গে এবার সেই প্রতিযোগিতায় নামছে বিজেপি। রাজ্যের পুজোগুলিকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়া সিদ্ধান্ত নিল তারা। তবে মানতে হবে ২টি শর্ত।

জানা গেছে যে রাজ্যের বিভিন্ন পুজো কমিটিকে রাজ্য সরকারের মতো অনুদান এবার দেবে তারা। এই ব্যাপারে রাজ্য বিজেপিকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দুর্গাপুজো ঘিরে বাঙালির উন্মাদনাকে কাজে লাগিয়ে কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচার করারই নির্দেশ দিয়েছেন তিনি। এই জন্য পুজো কমিটিগুলিকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানা গিয়েছে। তার জন্য পুজো কমিটিতে বিজেপি নেতাদের জায়গা দিতে হবে। এর পাশাপাশি আবার পুজো মণ্ডপের চারিদিক এবার সাজাতে হবে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সাফল্যের ব্যানার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দিয়ে। এই ২ শর্ত মানলেই ১ লক্ষ টাকা করে পাবে সব পুজো কমিটিগুলি।

এদিকে বিজেপির এই পরিকল্পনা কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে। কারণ, প্রধানমন্ত্রীর ছবি ও কেন্দ্রীয় প্রকল্পের ব্যানার দিয়ে মণ্ডপের চারিদিক সাজালে সেই পুজো অবধারিতভাবে তৃণমূলের রোষানলে পড়তে বাধ্য। ফলে রাজ্য সরকারের তরফে দেওয়া যাবতীয় সুযোগ সুবিধা হারাতে হবে সেই কমিটিগুলিকে। তার সঙ্গে পুজোর অনুমতি নিয়েও ঝামেলা হতে পারে। বিজেপি নেতাদের পুজোর বাইরে অন্য কেউ বিজেপির প্রস্তাব গ্রহণ করতে পারে বলে মনে হয় না। এদিকে বঙ্গ বিজেপি দাবি করছে যে বিজেপি নেতাদের পুজোগুলিকে অনেক ক্ষেত্রেই বঞ্চিত করে যাচ্ছে রাজ্য সরকার। তাদের জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। তবে অন্য কেউ চাইলে এই প্রস্তাব গ্রহণ করতে পারেন। অনুদানের টাকা দিল্লি থেকে এনে দেওয়ার দায়িত্ব নিয়েছে সাংসদ ও কেন্দ্রীয় নেতৃত্ব। 

গতবছর প্রতিটি পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দিয়েছিল রাজ্য সরকার। এই বছর আগের মাসেই তিনি ঘোষণা করেন যে আরও ১০ হাজার টাকা অনুদান বাড়ানো হবে। অনুদান শুরু হয়েছিল পুজো কমিটি পিছু ২৫ হাজার টাকা করে। কোভিডকালে তা বাড়িয়ে ৫০ হাজার টাকা করার পর থেকে প্রতি বছর সেটা বাড়ছে।