/anm-bengali/media/media_files/p1PQONMSwq7xlM6vyj73.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ রবিবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে পশ্চিমবঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল বলেন, "এত মাস পেরিয়ে যাওয়ার পরেও আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একই প্রশ্ন করতে চাই, পশ্চিমবঙ্গ সরকার কেন কেন্দ্রীয় সরকারকে হিসাব দিচ্ছে না? আপনাদের মনে থাকবে, পশ্চিমবঙ্গে চারটি জেলা রয়েছে। তারা স্বীকার করেছে যে দুর্নীতি হয়েছে এবং তাদের ক্ষতিপূরণ দিতে হয়েছিল। এই ১০০ দিনের কাজের দুর্নীতির কারণে কি একজনকেও গ্রেফতার করা হয়েছে? মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী কি একজনকেও গ্রেফতার করেছেন? না, তারা করেনি। ভারতে আরও অনেক অ-বিজেপি রাজ্য রয়েছে, কোনও রাজ্য কি অভিযোগ করছে যে তারা ১০০ দিনের বেতন পায়নি? সবাই পেমেন্ট পাচ্ছে। তাহলে পশ্চিমবঙ্গ কেন চিৎকার করছে?"
#WATCH | Kolkata: "I want to ask the same question to Abhishek Banerjee even after so many months have passed why isn't the West Bengal government not giving accounts to the central government? You will remember that there are four districts in West Bengal. They have accepted… pic.twitter.com/luNn9HILXs
— ANI (@ANI) October 1, 2023
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us