লালবাজারে পা রাখলেন বিজেপির অনুসন্ধানকারী দল, খোঁজ নেবেন কসবা কাণ্ডের তদন্ত প্রক্রিয়া নিয়ে

তাঁরা সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন একরাশ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Kolkata_Lalbazar.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: কসবা ল কলেজে ছাত্রী ধর্ষণের ঘটনার তদন্তে কলকাতায় এসে পৌঁছেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার নির্দেশে গঠিত চার সদস্যের এই দলটির নেতৃত্বে রয়েছেন সাংসদ সত্যপাল সিং। সঙ্গে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সাংসদ বিপ্লব দেব, কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখী এবং রাজ্যসভার সাংসদ মননকুমার মিশ্র।

তবে এখানে এসে তাঁরা সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন একরাশ। মুখ্যসচিবের সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন করা হলেও সেটি অনুমোদিত হয়নি। তবে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা তাঁদের সময় দিয়েছেন। এদিন তাই লালবাজারেই সাক্ষাৎ সারেন তারা।

Screenshot 2025-06-30 4.02.39 PM

টিমের সদস্যদের অভিযোগ, রাজ্য প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা মিলছে না। তাঁদের বক্তব্য, “এই রাজ্য থেকে পহেলগাঁও বা হাথরসের মতো জায়গায় দল পাঠানো যেতে পারে। কিন্তু এখানে কেন্দ্রীয় টিম এলে মুখ্যসচিব দেখা করবেন না, ডিজিপি সময় দেবেন না—এটা গণতন্ত্রের পরিপন্থী”।

এই পরিস্থিতিকে ঘিরে রাজ্য-রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের অভিযোগ, রাজ্য প্রশাসন ইচ্ছাকৃতভাবে সহযোগিতা করছে না। অন্যদিকে, রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। পরিস্থিতি কোন দিকে এগোয়, তা নজরে রয়েছে সব মহলের।