West Bengal: দেহব্যবসা চক্রে গ্রেফতার সব্যসাচী ঘোষ, বড় খবর দিল বিজেপি

ফের পশ্চিমবঙ্গ পুলিশকে আক্রমণ করল বিজেপি।

author-image
Aniruddha Chakraborty
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ সন্ধ্যায় জানা গিয়েছে, হাওড়ায় পতিতাবৃত্তি  র‍্যাকেট চালানোর অভিযোগে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে গ্রেফতার হওয়া সব্যসাচী ঘোষের সঙ্গে কোনও সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে হাওড়ায় পতিতাবৃত্তি চক্র চালানোর অভিযোগও রয়েছে।

পশ্চিমবঙ্গ বিজেপির তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, "আমাদের নজরে এসেছে যে পশ্চিমবঙ্গ পুলিশ হাওড়ায় পতিতাবৃত্তি চক্র চালানোর অভিযোগে সব্যসাচী ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং দাবি করেছে যে তিনি বিজেপি নেতা। পশ্চিমবঙ্গ বিজেপি অভিযুক্তদের সঙ্গে কোনও যোগসূত্র থাকার কথা অস্বীকার করেছে। আমরা জানাতে চাই, সব্যসাচী ঘোষের দলে কোনও পদ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে রক্ষার জন্য সন্দেশখালিতে ধর্ষণ ও নির্যাতনের প্রসঙ্গ থেকে দৃষ্টি ঘোরাতে পশ্চিমবঙ্গ পুলিশের এটি আরেকটি মরিয়া প্রয়াস। পশ্চিমবঙ্গের মানুষ জানতে চান, শাহজাহান শেখ কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিমবঙ্গ পুলিশকে এই একটাই প্রশ্নের উত্তর দিতে হবে।"

add 4.jpeg

cityaddnew

স

স